সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

প্রতিষ্ঠান পরিচিতি

বিশ্বের  বুকে  মাথা উঁচু করে দাঁড়াতে একদল যোগ্য, আদর্শ ও চরিত্রবান নাগরিক তৈরির প্রত্যয়ে এ প্রতিষ্ঠানের  গোড়াপত্তন। নানা প্রতিবন্ধকতা সত্তে¡ও এর পথ চলা মুহূর্তের জন্য থামেনি। (আলহামদুলিল্লাহ!)
এ পথচলায় আমাদের রয়েছে সাফল্যের ইতিহাস ও গৌরবময় অর্জন। এর পিছনে রয়েছে কয়েকজন বিদ্যোৎসাহী দ্বীনদার, খোদাভীরু ব্যক্তির অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতা। ‘‘দারুল ইফতা ওয়াল উলূম আল-ইসলামিয়া চট্টগ্রাম’’ প্রচলিত অর্থে কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম নয়।  অতি বাস্তব ও সত্য যে, এর প্রতিষ্ঠার উদ্দেশ্যও তা নয়। একটি দ্বীনদার, সুশিক্ষিত ও চরিত্রবান জাতি গঠন করতে সমাজের সচেতন মহলের এটি একটি ক্ষুদ্র প্রয়াস বর্তমান বিশ্ব, প্রযুক্তির  উৎকর্ষতার  দিকে দ্রত  এগিয়ে যাচ্ছে। সর্বক্ষেত্রে বাড়ছে প্রতিযোগিতা।
শিক্ষাদান ও শিক্ষাগ্রহণে এসেছে আধুনিকতা। আধুনিক দৃষ্টিভঙ্গি, বিজ্ঞান সম্মত পদ্ধতি, আদর্শিক পাঠ্যপুস্তক, প্রত্যক্ষ তত্ত¡াবধানে হাতে-কলমে শিক্ষা এবং সর্বোপরি কম্পিউটার, তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট ইত্যাদি বর্তমান যুগের অন্যতম চাহিদা। পড়া-লেখার মৌলিক উদ্দেশ্যের পাশাপাশি যুগের এ চাহিদাসমূহের প্রতিও আমরা বিশেষভাবে লক্ষ্য রেখেছি। তাই আমাদের পরিবেশে আপনার সন্তানের মানুষ হওয়ার দায়িত্ব নির্বিঘে ও নিশ্চিন্তে ছেড়ে দিতে পারেন। আমাদের দীর্ঘ অভিজ্ঞতা ও অকৃত্রিম আন্তরিকতা আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে অবশ্যই সহায়ক হবে। এ জন্য চাbই আপনার স্বত:স্ফর্ত সহযোগিতা ও আন্তরিক পরামর্শ। আপনার সার্বিক সহযোগিতা আমাদের পথ চলাকে শাণিত করবে। (ইন শা-আল্লাহ্!)
Loading...