সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

ভর্তির নিয়মাবলী

  • প্রত্যেক নতুন-পুরাতন শিক্ষার্থীকে অফিস থেকে ফরম সংগ্রহ করে ভর্তি হতে হয়।
  • ইফতা বিভাগ, ক্বিরাত বিভাগ ও কিতাব বিভাগ এর নতুন শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫ শাউয়াল থেকে ২৫ শাউয়াল পর্যন্ত ভর্তি কার্যক্রম জারি থাকে। আর পুরাতন শিক্ষার্থীদেরকে ১০ শাউয়ালের পূর্বে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হয়।
  • হিফজ বিভাগে নির্দিষ্ট কোটা পূর্ণ হওয়ার পর ভর্তি করানো হয় না।
  • কিন্ডারগার্টেন-এর শিক্ষার্থীদের ক্ষেত্রে ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারী পর্যন্ত ভর্তি কার্যক্রম জারি থাকে।
  • ভর্তি ইচ্ছুক নতুন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তি করানো হয়, অন্যথায় ভর্তি করানো হয় না অথবা নিচের ক্লাসে ভর্তি করানো হয়।
  • ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর ভর্তি ফি ও চলতি মাসের বেতনসহ আনুসাঙ্গিক সকল ফি একসাথে পরিশোধ করতে হয়।
  • রশিদ ছাড়া কোন প্রকার লেনদেন গ্রহণযোগ্য নয়।
  • মেধাবী, গরীব, এতীম ও মিসকীন শিক্ষার্থীর জন্য বিশেষ সুবিধা রয়েছে।
Loading...