সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

সার্বিক যোগাযোগ

একাডেমিক ভবন: আছিয়া খাতুন লেইন, আল-মাদানী রোড, বাদুরতলা,শুলকবহর, পাঁচলাইশ, চট্টগ্রাম-৪২০৩ (চকবাজার)।

অফিস: ফোন: ০২৪১৩৫৫৫৫৬, ০১৮২৯-০৫৪৫৯৬
ফতোয়া: ০১৮৮২-৭৭২৮২৯
ই-মেইল: druliftactg@gmail.com ফতোয়া: muftidic@gmail.com

ব্যাংক একাউন্ট :
দারুল ইফতা ওয়াল উলূম আল ইসলামিয়া চট্টগ্রাম।
সঞ্চয়ী হিসাব নং : ৫১২ (চাঁদা ফান্ড), ৫১৩ (ছদকা ফান্ড)
ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ও আর নিজাম রোড শাখা।

বিঃদ্রঃ অত্র মাদাসার চাঁদা, সদকা ও বোডিং নামক ৩টি ফান্ড আছে। চাঁদা ফান্ড হতে শিক্ষকগণের বেতন, ঘর নির্মাণ, জমি ও কিতাব খরিদ করা হয়। সদকা ফান্ড হতে এতিম ও মিসকিন ছাত্রদের খোরাক, পোশাক , চিকিৎসা ইত্যাদিতে ব্যয় করা হয়। সদকার টাকা গরীব ছাত্রদের সেবা ছাড়া অন্যকোন কাজে ব্যয় করা হয না। বোডিং ফান্ডে নির্দিষ্ট ছাত্রদের নির্ধারিত বেতন খোরাকী গ্রহণ করে ছাত্রদের খানা-পিনা যাবতীয় খরচ বাদ উদ্বৃত্ত টাকা রশিদের মাধ্যমে চাঁদা ফান্ডে প্রেরণ করা হয়।

Loading...